নারীর পর্দার প্রয়োজনীয়তা এবং বর্তমান পরিস্থিতি ও করণীয়?

বিসমিল্লাহহির রহমানির রাহিম
পরম করুনাময় অসীম দয়ালো আল্লাহর নামে আরাম্ব করলাম…

প্রশ্নঃ নারীর পর্দার প্রয়োজনিয়তা এবং বর্তমান পরিসৃতি ও করনীয় ?
শুরুকথা: প্রথমে বর্তমান পৃথিবীতে নারীর অবস্থা সস্পর্কে জানান দেই, বর্তমান বিশ্বে নারীকে সমঅধীকার এর নামে তাদের কে নামাতে নামাতে

পৃন্যসামগ্রি মত নিম্নে অরর্পন করেছে। দিন দিন পশ্চিমা বিশ্ব সহ পৃথিবীর সর্বত্র নারী কেলেংকারি ,ধর্ষন ,ইপটেজিং বা উতক্ত এবং নারী হয়রানি সহ

ভিবিন্ন ভাবে নারীদের কে আজ অপদস্ত করা হচ্ছে, কিন্তু নারীরা আজ এই সম্পর্কে বেখবর ।
আজ নারীদে কে দেখানো হচ্ছে যে পুরুষ লোকেরা বাহিরের দুনিয়ায় রাজত্ত করছে আর নারীরা এ থেকে বনচিত হচ্ছে ,
পুরুষেরা হাট বাজারে ও ভিবিন্ন প্রতিষ্ঠানে সাধিন ভাবে চলাচল ও কর্ম করতে পারচ্ছে তবে নারীরা কেন নয়।
এর উপর বিত্তি করে নারীরা আজ সাধীনতার আন্দোলনে মেতে উঠেছে ।
এই বেপারে একটি উদাহারন হলো-
বাইচাইকেলের চাকার বেতরের টিউব যদি বলে ,আমার ভাই টায়ার তুমি আমাকে বেতরে রেখে অনেক দিন বাহিরে রাজত্ত করেছ । কিন্তু আর না এখন তুমি ভাই বিতরে যাও আমি এখন থেকে বাহিরে রাজত্ত করব ।
মূলকথা হল-  টিউব যদি বাহিরে অবস্থান করে তাহলে রাজত্ত অনেক পরের কথা ১ মিনিট টিকতে পারবেনা ,কারন টিউব হল বিতরের জিনিশ এবং তাকে নরম ও কুমল করে তৈরি করা হয়েছে । নারীরি ও অনুরোপ
তাই আজ নারীদের যে সমস্যা গুলো রহেছে তার সমাধানের জন্য অবশ্যই পর্দার প্রয়োজনিয়তা আবশ্যক এবং পালনিয়।
মহান আল্লাহ তায়ালা বলেন-
হে আদম সন্তান ! আমি তোমাদের প্রতি পোশাক নাজিল করেছি, যাতে তোমাদের শরীরের লজ্জাস্থান ঢাকা যায় এবং শরীরের হেফাজত ও সাজ-সজ্জ হয় । আর তাকয়ার পোশাকই সবচেয়ে ভালো । এটা আল্লাহর নিদর্শনগুলোর মধ্য অন্যতম নিদর্শন । হয়তো লোকেরা এ থেকে উপদেশ নেবে । (সুরা আ’রাফ-০৭;২৬) উপরিউক্ত বিষয় সম্পর্কে জানতে আরো দেখুন সূরা বাকারা—-২২১,সূরা নিসা-২৩,২৫,সূরা ম’মিনূন-৫, সূরা নূর-১৯,৩১,৫৮,৬০,সূরা আহযাব-৩২-৩৩,৫৩, ৫৯
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ”থেকে বর্নিত । রাসূলুল্লাহ সাঃ বলেছেন,
মহিলারা হলো পর্দায় থাকার বস্থু । যখন সে (পর্দা থেকে বাহির হয়) শয়তান তাকে সুসজ্জিত করে দেখায় ।
(তিরমিযী ;বাবু মা জা’আফি কারাহিয়াতিদ দুখুলি আলাল মুগিবাতি,১০৯৩)
ইতি কথাঃ- নারীর সম্মান ইজ্জত ও অধিকার পেতে হলে অবশ্যই পর্দার মধ্য থাকতে হবে । এবং আল্লাহর ও নবী সাঃ এর কাথা ও কর্ম পদ্ধতি ,দেখানো পথে চলতে হবে । নারীরা যে ভাবে টিউবের মত ফুতুশ করেছে তার থেকে বাচতে হলে আবশ্যই আবার আবরনে ডুকতে হবে । হে বোন তা হলেই তোমরা পূর্ন সাধীনতা পাবে ।।