এডমোবে লিমিট এর সঠিক সমাধান
অ্যাড লিমিট বর্তমানে গুগল এডসেন্স বা এডমোব একাউন্ট গুলোতে সবথেকে বেশি যে সমস্যা দেখা যায় তা হল এর লিমিট এই অ্যাড লিমিট কেন হয় বা কিভাবে এটা সমাধান করবেন এই পোস্টটি সম্পূর্ণ পড়লে আপনি হয়তো এর লিমিট থেকে আপনার এডমোব একাউন্ট বা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে সুরক্ষিত রাখতে পারবেন যদি আপনার এডমোব বর্তমানে এর লিমিট অবস্থায় থাকে তাহলে এটিকে অ্যাড লিমিট সমস্যা থেকে বের করে নিয়ে আসতে পারবেন
কেন অ্যাড লিমিট হয় ?
পূর্বে বাংলাদেশ সহ অন্যান্য দেশের অনেক স্ক্যামার গুগল এডসেন্স ব্যবহার করে একটি সেলফি অ্যাপ তৈরি করে এর মধ্যে তার বিভিন্ন দেশের ফ্রি ভিপিএন ব্যবহার করে ক্লিকের মাধ্যমে গুগল এডসেন্স থেকে টাকা হাতিয়ে নেয় এবং অ্যাপটি প্লে স্টোরে পাবলিশ না করেও নিজের নিজের এডে ক্লিক করে ইনকাম করে নিতে পারত এই সিস্টেমটি বন্ধ করার জন্য গুগল এডসেন্স বা এডমোব একটি আপডেট নিয়ে আসে যেখানে আপনার অ্যাপটি প্লে স্টোরে পাবলিশ না করা পর্যন্ত এটাতে বিজ্ঞাপন প্রদর্শিত হবে না বা আপনার অ্যাপটি যদি আপনি আপনার ফোনে ব্যবহার করেন তাহলে আপনার এডমোব একাউন্ট এড লিমিট হয়ে যাবে এবং এমন অনেকেই আছেন যারা এ প্লে স্টোরে পাবলিশ হয়েছে কখনো নিজের মোবাইলে অ্যাপ ইন্সটল করেননি তাদের এডমিট হতে পারে বা অনেকের হয়েছে এটার কারণ গুগোল এডমোব এর স্ক্যামারদের টার্গেট করে আগে অ্যাড লিমিট করত কিন্তু স্প্যামারের পরিমাণ বেড়ে যাওয়ায় তারা গণহারে এড মোবে এড লিমিট করে দেয় ।
লিমিট হবার পূর্বে করণীয় কি ?
যদি এখনও আপনার এডমোব একাউন্ট সুরক্ষিত থাকে এটা তে এড লিমিট এখনো হয়নি তবে আপনার এই অ্যাকাউন্টটি কে সঠিকভাবে পরিচালনা করুন এবং গুগোল অ্যাপ ব্লগ থেকে তাদের গাইডলাইন গুলা পড়ে আসুন এবং সেখান থেকে নিয়ম ফলো করে এডমোব একাউন্ট পরিচালনা করুন প্রথমে একটি সুন্দর অ্যাপ তৈরি করুন এবং অ্যাপের মধ্যে প্রচুর কনটেন্ট রাখুন বা আপনি চাইলে একটি টুলস অ্যাপ তৈরি করতে পারেন যা মানুষের উপকারে আসবে অবশ্যই আপনি প্লে স্টোরে পাবলিশ করার পর অ্যাপে এড মোবে এড বসিয়ে বিজ্ঞাপন প্রদর্শিত করবেন প্রাথমিকভাবে আমরা যেটা করে থাকি একটি অ্যাপ তৈরি করে প্রথমেই বিজ্ঞাপন বসিয়ে দেই সেটা করা যাবে না প্রথমে প্লে স্টোরে পাবলিশ করতে হবে এবং পাবলিশ হবার মিনিমাম তিন দিন পর অ্যাপ এফবি তে নতুন আপডেট নিয়ে আসতে হবে।
যাদের লিমিট হয়ে গিয়েছে তাদের করণীয় কি?
যাদের অ্যাড লিমিট অ্যাকাউন্টটি বর্তমানে এর লিমিট অবস্থায় রয়েছে তারা দুইভাবে এর লিমিট দূর করতে পারেন প্রথম ধাপ আপনার অ্যাপ থেকে সকল প্রকার বিজ্ঞাপন রিমুভ করে দিয়ে অ্যাপটি একটি আপডেট নিয়ে আসা এবং পরবর্তী সাত দিন অপেক্ষা করা তাহলে আপনার অ্যাড লিমিট উঠে যাবে যদি সম্ভব না হয় তবে অবশ্যই আপনার অ্যাপটি স্পাম ভিজিটর থেকে দূরে রাখুন এবং প্লে স্টোর থেকে সঠিক ইউজার নিয়ে আসার চেষ্টা করুন যখন আপনার অ্যাপে সঠিক ভাবে ইউজার আসতে থাকবে এবং আপনার অ্যাপটি সঠিক ইউজাররা ব্যবহার করবে তখনই অটোমেটিকলি আপনার অ্যাপ এর এড লিমিট উঠে যাবে এটি হতে সাধারণভাবে সাত থেকে 30 দিন সময় লাগতে পারে বা কখনো কখনো আপনার অ্যাড লিমিট অটোমেটিকলি 30 দিনের মধ্যে উঠে যেতে পারে ।
0 Comments