Litespeed Cache WordPress প্লাগিন থেকে সতর্ক থাকুন

ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা সাবধান Litespeed Cache WordPress প্লাগিন আমরা আমাদের ওয়েবসাইটের ব্রাউজিং স্পিড ফাস্ট করার জন্য এই প্লাগইনটি ব্যবহার করে থাকি কিন্তু এই প্লাগিনটির শুরু থেকেই অনেক সমস্যা রয়েছে প্রাথমিকভাবে আপনি সমস্যায় পড়বেন না কিন্তু হঠাৎ হঠাৎ এই প্লাগিংসটি ব্যবহারের ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি ব্রকেন হয়ে যেতে পারে ।

বা আপনার সাইটের সিএসএস কাজ করা বন্ধ করে দিতে পারে এই প্লাগিনটির অনেকগুলো কারণ রয়েছে প্রথমত একটি ওয়েবসাইট তৈরি করার পর আপনি ওয়ার্ডপ্রেস এ কোন প্লাগিন ব্যবহার করার পূর্বে অবশ্যই এই প্লাগিংসটি সম্পর্কে ভালো করে জেনে তারপরে প্লাগইনটি ইনস্টল করবেন, বেশিরভাগ ব্লগিং এর মধ্যেই Litespeed Cache WordPress প্লাগিনটি বা wp-rocket প্লাগিনটি ব্যবহার করার পরে অনেকেরই ওয়েবসাইটটি ব্রোকেন হয়ে গিয়েছে বলে রিপোর্ট রয়েছে ।

প্রাথমিক ভাবে আপনার ওয়েবসাইট এর ব্রাউজিং স্পিড কখনো কোনো প্লাগ-ইন ফাস্ট করতে পারে না আপনি আপনার ওয়েবসাইটে এ যতগুলো প্লাগিন ব্যবহার করবেন আপনার ওয়েবসাইটটি ততবেশি স্লো হতে থাকবে তবে এধরনের প্লাগিং এর প্রিমিয়াম ভার্শন মোটামুটি কাজের কিন্তু ফ্রী ভার্শন ব্যাবহার করতে গেলে আপনি আপনার ওয়েব সাইটের ডিজাইন টি ব্রোকেন হয়ে যেতে পারে ।

সব ওয়েবসাইটে সাইট ব্রকেন করেনা কিন্তু বাংলাদেশের কিছু নিউজ পেপার থিম যেগুলো আমরা বাংলা নিউজপেপার সাইট তৈরি করার জন্য ব্যবহার করে থাকি এই সকল সাইটে লাইটসপীদ ক্যাশ এবং wp-rocket অনেক সমস্যা করে থাকে আমার করা বেশ কয়েকটি ওয়েবসাইটে আমি এই প্লাগিনটি ব্যবহার করার পরে সাইটটি ব্রোকেন হয়ে যাওয়ার প্রমাণ পেয়েছি।

তো প্রথম অবস্থায় যদি আপনার ওয়েবসাইটটি এই প্লাগিনটি ব্যবহার করার পরে ব্রকেন হয়ে যায় তাহলে আপনি কিভাবে এটি ফিক্স করবেন এটি ফিক্স করার জন্য প্রথমে আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন আপনার সিপ্যানেল থেকে ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার যাওয়ার পরে এখান থেকে আপনি wp-content wp-content থেকে প্লাগিং অপশন এ যাবেন প্লাগিং অপশন এ যে আপনি যেই প্লাগইনটি ইনস্টল করেছেন সেই প্লাগিনটির রিনেইম অপশনে গিয়ে আপনি ওখান থেকে আন্ডারস্কোর দিয়ে বা হাইফেন দিয়ে লিখবেন ডিজেবল তাহলে আপনার এই প্লাগিংসটি ডিজেবল হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি যে ব্রোকেন হয়ে গিয়েছিল সেটি ঠিক হয়ে যেতে পারে।

যদি তারপরও এই সমস্যাটির সমাধান না হয় তাহলে আপনি wordpress এর ওয়েবসাইটে যাবেন আবার পরে ওয়ার্ডপ্রেস এর লেটেষ্ট ভার্সনটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এই ফাইলটিকে এক্সট্রাক্ট করে নিবেন এক্সট্রাক্ট করার পরে এখান থেকে আপনি config.php ফাইলটি ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পরে আবার এটাকে জিপ ফাইল করবেন জিপ ফাইল করার পরে এই ফাইলটি আপনার ওয়ার্ডপ্রেস এর পাবলিক এসটি এমএলএ মানে আপনার ওয়েবসাইটের রুট ফোল্ডারটিতে আপলোড করবেন আপলোড করার পর এক্সট্রাক্ট করে দিবেন এক্সট্রাক্ট করে দেওয়ার পরে ওয়াডপ্রেস নামে একটি ফোল্ডার দেখতে পাবেন সেই ফোল্ডার থেকে সবগুলো ফাইলকে কাট করে আপনি একদম আপনার ওয়েবসাইটের রুট ফোল্ডারে নিয়ে আসবেন তাহলে আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে ।

আর এ ধরনের প্লাগিন ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনি এই প্লাগিন এর খারাপ দিকগুলো অনলাইনে সার্চ করে দেখে নিবেন