বর্তমানে একটি বড় বিতর্ক হলো AMD Ryzen আর Intel কোন প্রসেসর টি ভালো বা কি প্রসেসর ভালো বা দামের সাথে মান কেমন এটা নিয়ে অনেকে কনফিউসড তাই আজকে এই পোষ্টে এটার সঠিক সমাধান তুলে ধরা হবে।
প্রথমে AMD Ryzen এবং Intel এর মধ্যে পার্থক্য কি ?
আমরা অনেকেই AMD আর ইন্টেল এর মাঝে শুথু দামের পার্থক্য খুজে থাকি কিন্তু এটার মাঝে আরো অনেক কিছু রয়েছে যা আমরা জানতে চাইনা প্রথমে আসি AMD Ryzen এর দাম তুলনা মুলক কম কেন এবং এটাতে Intel এর থেকে বেশি সুবিধা কেনো এটার কারন হচ্ছে বর্তমানে AMD Ryzen চাচ্ছে Intel কে পিছনে ফেলে তারা মার্কেট দখল করে নিতে চাচ্ছে তাই দামের কথা ভেবে অনেকে ভাবেন AMD Ryzen নাকি Intel কোনটা ভালো? তারা কম টাকাই বেশি কিছু দিচ্ছে।
কিন্তু AMD মুলত গেইমারদের কাছে প্রিয় হয়ে উঠেছে কারন তারা বিল্টিন গ্রাফিক্স খুব বেশি দিয়ে থাকে এবং তাদের কম মুল্যের প্রসেসর এর কোর বেশি এবং থ্রেড ও বেশি যা Intel থেকে পেতে হলে আরো বেশি মুল্য দিতে হবে এবং AMD এর সব থেকে ভালো এবং জনপ্রিয় ফিচার হলো ওভারক্লকিং চাইলে এটাকে ওভারকল্ক করে ব্যাবহার করা যাবে।
তবে AMD এর কিছু খারাপ দিক রয়েছে এটা সাধারনত Intel এর থেকে বেশি হিট হয় বা সম সময় টেম্পারেচর বেশি থাকে তাই AMD পিসি তে অবশই ভালো মানের ফ্যান থাকতে এবং এই হিটিং ইসুকে একটু গুরুত্ব দিয়ে দেখতে হয় যা Intel এর ক্ষেত্রে নজর না দিলেও চলে কারন Intel এর হিটিং কোন ইসু নেই ।
এইবার আসি Intel কারা নিবেন আর AMD Ryzen কাদের জন্যে প্রথমে AMD Ryzen যারা মোটামোটি ভারী কাজ গুলু করেন যেমন গেমিং ভিডিও এডিটিং এসব ভারী কাজ গুলু করার জন্যে AMD Ryzen চোখ বন্ধ করে নিতে পারেন। তবে AMD ইউজারদের চিন্তাধারা থাকবে শর্ট তাইম ব্যাবহার করা যেমন কয়েক বছর ব্যাবহার করে পিসি আপগ্রেট করবেন এমন চিন্তাভাবনা থাকতে হবে কারন AMD যেমন ভালো সার্ভিস দিবে তেমন এটা হয়তো Intel এর মত লং টাইম ব্যাবহার করা যাবেনা তাই এই বিষয় তা মাথায় রেখে সিদান্ত নিতে হবে আপনার জন্যেAMD Ryzen নাকি Intel কোনটা ভালো
Intel কারা নিবেন এটার সুবিধা এবং অসুবিধা কি ?
আপনি যদি একজন সাধারন ইউজার হয়ে থাকেন যে আগামি ৫ বা ১০ বছরের মধ্যে পিসি আপগ্রেট করবেন না বা লং টাইম ব্যাবহার করার উপযোগী একটি পিসি চাচ্ছেন তাহলে আপনার জন্যে Intel বেষ্ট এটা AMD এর তুলনায় মুল্য একটু বেশি কিন্তু যেমন মুল্য বেশি তেমন এটার ব্যাবহার যুগ যুগ করতে পারবেন কিন্তু AMD আপনি এতটা লং টাইম ব্যাবহার করা যাবেনা আর Intel পিসি তে আপনাকে হিটিং ইসু নিয়েও এতটা চিন্তা করতে হবেনা কারন Intel প্রসেসর AMD এর তুলনায় অনেক কম হিট হয় ।
কোন প্রসেসর এর সাথে কোন মাদারবোর্ড ভালো সার্ভিস দিবে ?
সাভাবিক ভাবে Intel এর প্রসেসর যেকোন মাদারবোর্ড এর সাথে জেনারেশন মিলিয়ে ব্যাবহার করলেই হয় ভালো সার্ভিস পাওয়া যায় কিন্তু AMD Rzyen এর ক্ষেত্রে যদি ভালো সার্ভিস আশা করেন তবে অবশই MSI মাদারবোর্ড আপনার পছদের লিস্টে রাখেন।
0 Comments