Google Adsense কিভাবে কাজ করে থাকে ?
আমরা জানি google adsense তাদের বিজ্ঞাপন আমাদের যেকোন ওয়েবসাইট বা ভিডিওতে দেখায় এবং সেই বিজ্ঞাপন এর জন্যে আমাদের টাকা দিয়ে থাকে
কিন্তু আমরা অনেকে মনে করে ভিবিন্ন সময় তাঁরা খারাপ বিজ্ঞাপন দেখায় তাহলে এই বিজ্ঞাপন থেকে উপার্জিত টাকা কি হালাল হবে নাকি হারাম এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে এটার সমাধান ও রয়েছে ।
আমাদের সাইটে আসা ভিজিটর বা আমাদের ভিডিও এর ভিউয়ার যখন একটি ভিডিও দেখছে বা কোন ওয়েবসাইটে কোন আর্টিকেল পরছে তখন তার কাছে কি এড দেখাবে এটা কিন্তু তার উপর নির্ভর করে থাকে যেমন ইউজার যখন তার মোবাইল থেকে কোন কিওয়ার্ড লিখে সার্চ করে সেই সব তথ্য এসব Adsense কোম্পানি সংগ্রহ করে থাকে এবং তাদের চাহিদা অনুযায়ী বিজ্ঞাপন তাদের সামনে দেখানো হয় এমন অনেক বিষয় রয়েছে এসব এর উপর ভিত্তি করেই বিজ্ঞাপন দেখানো হয়ে থাকে এখন কারও সামনে যদি কোন বাজে বিজ্ঞাপন দেখায় এর জন্যে কনটেন্ট ক্রিয়েটর এর কোন দায় নেই।
Adsense এর টাকা ১০০% হালাল কিভাবে ?
আমি একজন কনটেন্ট ক্রিয়েটর আমার একটি ওয়েবসাইট রয়েছে সেখানে আমি একটি ব্লগ পোষ্ট করেছি কিভাবে ভিডিও এডিট করতে হয় এখানে আমার উদ্দেশ্য আমি আমার ভিজিটরদের কিছু তথ্য শেয়ার করলাম আমার কন্টেন্ট টি এখন পার্ফেক্ট এটা পরলে তাদের উপকার হবে এটা কনটেন্ট ক্রিয়েটর এর উদ্দেশ্য তারপর এটাতে Adsense এর বিজ্ঞাপন সেট করে দিলাম।
এবার একজন ভিজিটর যদি এখানে এসে কোন আপত্তিকর বিজ্ঞাপন দেখতে পায় তবে এটা কন্টেন্ট ক্রিয়েটর এর দুষ নয় কারন যখন ভিজিটর এসেছে তার আগেই এসব Ads নেটওয়ার্ক কোম্পানির কাছে সেই ভিজিটর এর সার্চ লিস্ট ব্রাউজার কুকিস সংগ্রহে হয়েছে সে কি পছন্দ করে বা কি খুঁজেছিল কিসে তার ইন্টারেস্ট আছে এটার উপর নির্ভর করে তাকে এড দেখানো হবে এখানে কনটেন্ট ক্রিয়েটর এর কোন হাত নেই তাই এভাবে এডসেন্স থেকে উপার্জিত অর্থ হালাল কারন এটা আপনার কস্ট করে উপার্জন করা তবে যদি কোন কনটেন্ট ক্রিয়েটর কোন কনটেন্ট কপি করে সেটা থেকে অর্থ উপার্জন করে থাকে তবে তার এই উপার্জন করা অর্থ হারাম হবে।
আবার হারাম হবে সেটা কিভাবে?
একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন কারো কন্টেন্ট চুরি করবে বা কপি করে সেটা উপার্জনের জন্যে সাইটে পাব্লিশ করে উপার্জন করবে সেটা হারাম হবে আবার অনেকে মনে করেন যে ইউটিউব ভিডিও থেকে আশা অর্থ হারাম সেটাও ভুল ধারনা কারন আপনি যদি এডাল্ট কন্টেন্ট না দেন বা কারো ভিডিও কপি না করেন তবে আপনার উপার্জিত অর্থ হালা কে কি বিজ্ঞাপন দেখবে সেটা তার ডিভাইস এর উপর কন্টেন্ট ক্রিয়েটর এর উদ্দেশ্য কিন্তু সত তাই আমরা জেনে বুঝে কোন বিষয়কে হারাম বা হালাল বলতে পারিনা।
অনেকে হারাম বলে কেন?
এবার আসি অনেকে এডসেন্স টাকা হারাম হারাম বলে ভিবন্ন কিছু বলে থাকে তাদের মধ্যে অনেকে আছে যারা সত চেষ্টা করেও ইনকাম করতে পারেনি বা অন্যের ইনকাম দেখে হিংসে হচ্ছে তাদের এখন একটাই রাস্তা খুলা ইনকাম হারাম বলে চিল্লনো আসলে বিষয় টা হলো এডসেন্স থেক্ব ইনকাম করা অনেক কঠিন এখানে ফাকিবাজি চুরি এসব চলেনা তাই হারাম বলে তারা কারন তারা আমাদের দেশে সকল যাইগাইয় ভেজাল খাদ্যে ভেজলা ব্যাবসায় বেজাল শুধু মাত্র এডসেন্সই একমাত্র কোম্পানি যারা সত আপনার প্রপ্য আপনকে বুজিয়ে দিবে বা আপনি নিজে নিজে ক্লিক করলে একাউন্ট সাসপেন্ড করে দিবে তাই সেখানে চুরি করার কোন রাস্তা নেই সেখানে ইনকাম করতে হলে সত ভাবে কাজ করতে হয় যে যেভাবেই বলুন আশা করি বুঝতে পেরেছেন তবু্ও আপনি যদি এটার কোন উত্তর দিতে চান এই ব্লগে পোস্ট করুন আপনার কথায় যদি আরও গ্রহনযোগ্য যুক্তি থাকে আমরা সেটাই মেনে নিবো।
0 Comments