সস্তায় ওয়েবসাইট করার দুরবস্থা
আমরা অনেকেই চাই সবসময় একটি কাজ কম টাকায় করার জন্য তেমনি ভাবে অনেকে চায় নিজের ওয়েবসাইটটি অল্প টাকায় তৈরি করার জন্য এবং এমন অনেক লোভনীয় অফার ফেইসবুক বা বিভিন্ন বিজ্ঞাপন মাধ্যমে দেখা যায় অল্প টাকায় সম্পূর্ণ ওয়েবসাইট সাথে ডোমেইন-হোষ্টিং আমাদের অবশ্যই মনে রাখা উচিত সস্তার দূর অবস্থা অবশ্যই রয়েছে ।
প্রাথমিকভাবে আমরা ফেসবুকে যদি লক্ষ করে বিভিন্ন ফেইসবুক পেইজ থেকে প্রমোশন করা হয় মাত্র 2000 টাকায় নিউজপেপার ওয়েবসাইট মাত্র পনেরশো টাকায় ই-কমার্স ওয়েবসাইট এ ধরনের বিজ্ঞাপন গুলো থেকে বিরত থাকুন কারণ আপনি সস্তা একটি ওয়েবসাইট খুলে এটিতে কি কি সমস্যা হতে পারে নিচে তা উল্লেখ করা হলো।
নিম্নমানের হোস্টিং এবং ডোমেইন
নিম্নমানের হোস্টিং এবং ডোমেইন ব্যবহার করে এ ধরনের ওয়েবসাইট তৈরি করা হয় প্রাথমিকভাবে তারা আপনাকে দিয়ে থাকবে সেটি হবে এক্সওয়াইজেড বা অন্যকোন এক্সটেনশন একটি প্রফেশনাল মানের ওয়েব সাইট বুঝাতে অবশ্যই আপনার একটি ডটকম এক্সটেনশন ডোমেইন এবং হোস্টিং সার্ভিস দিয়ে থাকে সেখানে 1 জিবি হোস্টিং দিয়ে থাকবে এবং এটি খুবই নিম্নমানের আপনার ওয়েবসাইটের পক্ষে খুবই ক্ষতিকারক এবং তারা এ ধরনের ওয়েবসাইট করতে জেলা ব্যবহার করে থাকে প্রত্যেকটা দিনই অরজিনাল লাইসেন্স ভার্শন নয় সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইট নিয়ে অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন।
কিভাবে তারা এত সস্তা ওয়েবসাইট করে দেয়
প্রথমে তারা আপনাকে একটি স্পাম করার ডোমেইন দেয় সে টিমের সাথে খুবই বাজে সস্তার হোস্টিং অ্যাড করে জাস্ট একটি থিম ইন্সটল করে তা অতি লাইসেন্স ভার্শন নয় এ ধরনের থিম ইন্সটল করে আপনাকে আপনার সাইটটি তৈরি করে দেয় এ ধরনের সাইট মূলত আপনি অল্প কিছুদিন টিকে থাকবেন কিন্তু কখনও এ ধরনের সাইট দিয়ে ভালো কিছু করা সম্ভব নয় ।
ওয়েবসাইটের টেকনিক্যাল সমস্যা
প্রাথমিকভাবে আপনার ওয়েবসাইটটি অন্যান্য বছরের তুলনায় ব্রাউজিং স্পিড থাকবে অনেক কম এবং আপনার ওয়েবসাইটের হোস্টিং নিম্ন মনে হয় আপনার ওয়েব সাইটের যে কোন সময় পাস করতে পারে বা মাঝেমধ্যে আপনার ওয়েবসাইটটি আপনি ভিজিট করতে পারবেন না এ ধরনের অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন এবং সবথেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে এই ওয়েবসাইটের কোনো নিশ্চয়তা নেই যেকোনো সময় এই ওয়েবসাইটটি বন্ধ হয়ে যেতে পারে তখন আপনি এ ধরনের সস্তার কোম্পানিগুলোকে আর খুঁজে পাবেন না বা তাদের থেকে কখনো কোনো প্রকার সাপোর্ট পাবেন না যদি আপনি সাপোর্ট পান সে ক্ষেত্রে আপনার ডোমেইন হোস্টিং এর মেয়াদ যখন এক বছর পূর্ণ হবে তখন আপনি এটি রিনিউ করার জন্য তাদেরকে খুঁজে পাবেন না যদি আপনার কাছে ডোমেইন কনট্রোল প্যানেল থাকতে পারে কিন্তু এ ধরনের ডমিন যেকোনো সময় ব্লক হয়ে যেতে পারে কারন তারাই ডোমেইনগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রমো কোড এর মাধ্যমে কিনে থাকে স্পামিং করে।
এধরনের সস্তার একটি ওয়েবসাইট নিয়ে আপনি কখনোই ভালো মানের কোনো কিছু করার চিন্তা ভাবনা যদি করে থাকেন তাহলে এটি নিতান্তই ভুল কারণ এ ধরনের ওয়েবসাইট থেকে ভালো কোন রেজাল্ট পাওয়া যায়না প্লাস এই ওয়েবসাইটটি জাস্ট আপনি একটি ওয়েবসাইট করলেন যেটি কিছু দিন চলবে তারপরে বন্ধ হয়ে যাবে অবশ্য একটি কথা মাথায় রাখতে হবে একটি ওয়েবসাইট করার জন্য আপনার ডোমেইন এবং হোস্টিং এর মূল্য দাঁড়াবে সস্তায় করা ফুল ওয়েবসাইট এর থেকেও বেশি এজন্য আপনি যত সস্তা খুঁজবেন আপনার ওয়েবসাইটের গুণগতমান ততো বাজে হতে থাকবে যদি আপনি সাধারণ মানুষ হিসেবে এটি বুঝতে পারবেন না কিন্তু টেকনিক্যালি আপনি অনেকটাই হেরে যাচ্ছেন সে ক্ষেত্রে অবশ্যই সস্তায় ওয়েবসাইট করা থেকে বিরত থাকুন ভাল মানের ওয়েবসাইট করার জন্য আপনি ভাল মানের থিম এবং ডোমেইন হোস্টিং কন্ট্রোল প্যানেলঃ সম্পূর্ণ নিজ দায়িত্বে নিয়ে তারপরে কোনো ভালোমানের ডেভলপারের সাথে যোগাযোগ করে আপনি ভালো মানের ওয়েবসাইট তৈরি করুন
এ ধরনের ওয়েবসাইট শুধু আপনার অর্থই নষ্ট করে থাকবে আপনাকে ভালো কোন ফিডব্যাক দিবেনা একটি ওয়েবসাইট তৈরি করার পূর্বে আপনাকে অনেক বিষয় জানা প্রয়োজন ওয়েবসাইট কিভাবে পরিচালনা করতে হয় ওয়েবসাইটের কি কি নিরাপত্তার বিষয় গুলো রয়েছে এবং আপনার ওয়েবসাইটের জন্য কি কি জরুরী যেমন ডোমেইন-হোষ্টিং এটা খুবই গুরুত্বপূর্ণ এই ডোমেইন হোস্টিং যদি আপনি কোন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিনে নেন যে সাইটে আপনি সস্তায় পেলেনার কিনে নিলেন কিন্তু এই সাইটটির কোনো নিরাপত্তা নেই আজকে আছে কালকে নেই এ ধরনের ওয়েবসাইট থেকে।
0 Comments