ফ্রিল্যান্সারদের আইডি কার্ড দিবে সরকার এটা ফ্রিল্যান্সারদের কি কি উপকারে আসবে ?

ফ্রিল্যান্সারদের আইডি কার্ড কি বা কেনো?

বর্তমানে আমাদের দেশের ভিবিন্ন নিউজ মিডিয়াতে দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় ছয় লাখ তরুন এই পেশার সাথে যুক্ত এর মাঝে আমিও একজন আর আজকে আমি আলোচনা করবো এই আইডি কার্ড আমাদের কি কি কাজে আসবে বা এটা আসলে আমাদের কোন সুবিধা দিবে কি না?

প্রথমে শুরু করি আইডি কার্ডের প্রয়োজন নিয়ে আসলে এই আইডি কার্ড টি বর্তমান ফ্রিল্যান্সারদের যতটুকু দরকার তার থেকে বেশি দরকার যারা আমাদের কার্ড টি দিচ্ছে তাদের অনেকে এটার সাথে ভিন্নমত করতে পারেন তবে আপনার জেনে রাখা উচিৎ একটি দেশ যখন আপনার সুবিধার জন্যে একটা সেবা চালু করে সেটার সকল কিছু একটা গনত্রান্তিক দেশে জনগনের করের টাকায় চলে এখন আমাদের যে কার্ড টি দেওয়া হবে সেটাও আমাদের উপর দিয়েই যাবে।

আসলে ফ্রিল্যান্সারদের কোন আইডি কার্ড দরকার হয় কি না আমরা উন্নত দেশ গুলু দেখি যেখানে ফ্রিল্যান্সারদের কোন পরিচয় এর জন্যে এ ধরনের কোন কার্ড বা পরিচয়পত্র দরকার হয়না। অনেকে মনে করে আমাদের কে এই পরিচয়পত্র দিয়ে তারপর আমাদের থেকে অর্থ আয়ের উপর কর আদায় করা হবে আসলে বিষয় টা হয়তো অনুমান তবে এদেশে এটা হওয়া সময়ের বেপার ।

এখন ফ্রিল্যান্সার হওয়া কতটা সহজ ?

এদেশে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া একটা দুর্ঘটনার মত যদি একজন তরুন ফ্রিল্যান্সিং করতে গিয়ে সফল হয় ধরে নিতে হবে ভুল করে হয়ে গেছে কারন ১০০ টা বাধা পেরিয়ে তাকে এই অসাধ্য সাধন করতে হবে কথায় আছে কামারের দুকানে কোরআন পাঠ করার থেকেও কঠিন যেমন একজন লোক কামারের দুকানে কুরআন পাঠ করছে যদি ভুল করে এই কামার মুসলিম হয় তবে কিছু টা বুঝতেও পারে কিন্তু একজন ফ্রিল্যান্সার তো কামারের দুকানে পোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাঠ করছে যা বুঝার সুজুগ বনেই বললেই চলে ।

যখন একজন ফ্রিল্যান্সার এর রাত যাগা শুরুহয় সাথে তার ইন্টারনেট খরচ একটা ভালো কম্পিউটার ম্যানেজ করা একটা সরকারী চাকরীর থেকেও কঠিন হয়ে পারে কারন ফ্যামিলিকে ফ্রিল্যান্সিং এর জন্যে কম্পিউটার কিনা লাগবে বলার পর কখনো টাকা দিবে না কিন্তু যদি বলেন একটা সরকারী চাকরী জন্যে অনেক টাকা লাগবে বলেন সেটা ম্যানেজ হয়ে যাবে কিন্তু একটা কম্পিউটার এর টাকা ম্যানেজ হবেনা তবে সবার ক্ষেত্রে সমান নয় অনেক কে ফ্যামিলি সাপোর্ট দেয় । যখন একজন ফ্রিল্যান্সার এর যুদ্ধ শুরু হয় তখন তার কোন পরিচয় এর দরকার হয়নি তার একটা পেমেন্ট গেটওয়ে দরকার ছিলো পেপাল এর মত সহজলভ্য সেটাও ব্যাবস্থা হলো না কিন্তু আজকে যখন যুদ্ধ শেষ করে জয় হলো এখন অনেকেই চায় আপনার পরিচয় নিশ্চিত হোক কারন এখন আপনার কোন পরিচয় দরকার নেই।

যা প্রয়োজন তা নেই যা ফ্রিল্যান্সারদের কখনো প্রয়োজন পরবে না তার নাম হলো এই আইডি কার্ড

অনেকে হয়তো আমার মতের সাথে ভিন্নমত পোষণ করতে পারেন কিন্তু এখানে যা উল্লেখ করা হয়েছে সম্পর্ন আমার ব্যাক্তিগত মতামত তবে অনেকে গল্প বলতে পারেন যে আইডি কার্ডের জন্যে অনেক ফ্রিল্যান্সার এর বিয়ে হয়না এটা শুধু গল্পেই আছে বাস্তবে তার কোন প্রমান নেই ।