সঠিক SEO কিভাবে করতে হয়?

কিভাবে সাইট র‍্যাংকে আসে বা কিভাব সঠিক কিওয়ার্ড ব্যাবহার করত হয়।

আসলে SEO কি আমরা মনে করি SEO মানে শুধু কিওয়ার্ড বা সাইট কে google এ সাবমিট করা কিন্তু আসলে SEO বলতে অনেক কিছু কে বুঝায় আজকে এখনে SEO এর সঠিক বিষয় তুলে ধরা হবে যেভাবে SEO করলে ১০০% র‍্যাংক করবে।

প্রথমে আসি SEO এর প্রথম ধাপ যা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো কন্টেন্ট উদাহরণ সরুপ ধরুন আপনার সাইটে একটি আর্টিকেল রয়েছে সেটা কয়েকটি কিওয়ার্ড টার্গেট করে লিখা হয়েছে কিন্তু আর্টিকেল টি সার্চ করলে খুজে পাওয়া যায়না এটা খুজে না পাওয়ার একটাই কারন তো আমি আলোচনা করবো কিভাবে সমস্যা বেড় করবেন সাথে সমাধান ও দেখাবো।

এখন ধরুন আমি একটি আর্টিকেল লিখেছি যেটার মেইন কিওয়ার্ড হলো “Best Android game” আমি এই কিওয়ার্ড টি নিয়ে আর্টিকেল লিখেছি কিন্তু এটা সার্চে আসেনা এখন এই আর্টিকেল টি লিখার আগে দেখতে হবে যে বর্তমানে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে কোন কন্টেন্ট গুলু র‍্যাংকে দেখায় সেই আর্টিকেল গুলু দেখুন তাদের আর্টিকেল কত ওয়ার্ড সেটাও দেখুন।

ধরে নিলাম যারা টপ র‍্যাংকে আছে তাদের আর্টিকেল টি ১০০০ ওয়ার্ড আছে এখন আমি যদি চাই এখনে র‍্যাংকে আসবো তবে আমাকে মিনিমান ১৫০০ ওয়ার্ড এর আর্টিকেল লিখতে হবে google যখনি দেখবে আপনার আর্টিকেল টি তার থেকে বড় তখন তারা বুঝতে পারে এটা আরো বেশি ইনফরমেটিব বা এটাতে বেশি তথ্য রয়েছে তখন তারা এটাকে র‍্যাংক দিবে এটা ছারা কোন ভাবেই র‍্যাংক করানো সম্ভব না।

অনেকে বড় আর্টিকেল লিখে কিন্তু র‍্যাংক করেনা এর কারন হলো অনেক সমন তারা আর্টিকেল লিখতে গিয়ে অন্যের আর্টিকেল থেকে কপি করে থাকে আর এটা শিউর যে কপি করা কোন কিছু সার্চে র‍্যাংক করবেনা তাই অবশ্যই ১০০% ইউনিক কিছু লিখার চেস্টা করুন তাহলে খুব সহজে র‍্যাংকে চলে আসবে।

কিভাবে কিওয়ার্ড ব্যাবহার করলে র‍্যাংক করবে?
আমরা যে ভুল গুলু করে থাকি তা হলো আমরা মনে করে আর্টিকেল লিখে ট্যাগ অপশনে অনেক বেশি ট্যাগ দিলেই সেটা র‍্যাংক করবে আসলে এই ধারনা ভুল আর্টিকেল লিখে কখনো ট্যাগ দিয় র‍্যাংক করানো যায়া র‍্যাংক করাতে হলে ট্যাগ টার্গেট করে আর্টিকেল লিখতে হবে এবং এই ট্যাগ বা কিওয়ার্ড টি আর্টিকেলে ব্যাবহার করতে হবে সাথে কিছু সাব কিওয়ারড যেমন ধরুন আমি একটি আর্টিকেল লিখবো সেটা কোন কিওয়ার্ড এ র‍্যাংক করাতে চাই তা আগেই নির্ধারণ করে হবে।

আর সেই কিওয়ার্ড টি কেমন সার্চ হয় সেটা চেক করে নিতে হবে তার জন্যে অনেক টুলস রয়েছে সব থেকে ভালো google adword এখানে আপনি কিওয়ার্ড রিসার্স করত পারবেন আশা করি google এর উপরে আর কোন ভালো সার্ভিস নেই সেটা আমরা সবাই জানি তারপর এই কিওটোর টি দিয়ে সার্চ করে দেখবেন কোন কোন আর্টে বা সাইট এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে প্রথমে আসে তাদের আর্টিকেল টি পরে দেখুন কেমন কোয়ালিটি এবং সেটি কত ওয়ার্ড ব্যাবহার করা হয়ছে।

আপনি অবশ্যই তার থেকে ভালো কোয়ালিটি এবং বেশি ওয়ার্ড এর আর্টিকেল লিখুন একবার ভাবুন যে google  কেনো আপনাক র‍্যাাংক দিবে বর্তমানে তার যারা র‍্যাংকে আছে তাদের থেকে ভালো

কিছু না হলে তারা আপনাকে কেনো র‍্যাংকে দিবে তাই অবশ্যই তাদের থেক ভালো কিছু থাকতে হবে আপনার আর্টিকেল টি তে তাদের থেকে বেশি তথ্য দিতে চেস্টা করুন

প্রথম দিকে যে কিওয়ার্ড টি মোটামুটি সার্চ হয় সেটি নিয়ে কাজ করুন ধিরে ধিরে প্রতিযোগিতায় জাবেন এবং হাই সার্চ কিওয়ার্ড নিয়ে কাজ করতে শুরু করবেন।