• সফলতা পেতে অবশ্যয় জানা প্রয়োজন নিয়ত কি? কেন ? কিভাবে?
  • সহীহ নিয়ত এর প্রয়োজনীতা ও এ সম্পর্কে বিস্তারিত

                                                                                 (বিসমিল্লাহহির রামানির রাহিম)

  • নাহমাদহো ওনোসল্লিয়ালা রাসূলোল কারিম আম্মাবায়াদ ,ফাওজুবিল্লাহি মিনারসাইতনির রজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
  • সুচনা- আমাদের প্রত্যেক কাজ সম্পাদন হয়ে থাকে নিদ্ধিষ্ট নিয়তের উপর বিত্তি করে।আমরা যদি কোনো কাজের নিয়ত না করি তা হলে কি করে সে কাজ সম্পূর্ন করতে পারব ।এটা নিশ্চই সম্বব নয় , এখন প্রশ্ন হলো আসলে মূলত নিয়ত টা কি ?নিয়তের সঙ্গাটা কী? এবং সহীহ নিয়ত বলতে কী বোঝায় । এ সব বিস্তারি নিম্নে উপস্থাপন  করা হলো-
  • নিয়ত হলো- মনের সুদির পরিকল্পনা  ,বা মনের পরিকল্পনাই নিয়ত। নিয়ত আমাদের কাজের ৫০% করে দেয় । তবে প্রশ্ন আমরাত অনেক কাজের নিয়ত বা পরিকল্পনা করে থাকি ,কিন্তু কাজের ১% ও সম্পুর্ন হয়না কেন? এ বেপারে বলতে হলে বলা যায় নিয়তের মধ্যে প্রকারবেদ রয়েছে ।সে টা কি সে টা হলো সহীহ নিয়ত বা সুদির নিয়ত
  • সহীহ নিয়ত হলো-কোনো কাজের পরিকল্পনা করার পর তাতে দিরবাভে অটল থাকা এবং সঠিক কাজে সঠিক বাভে সহীহ নিয়ত করা ।যদি এমন হয় যে আমি এক সপ্তাহে দেশের রাজা দিরাজ হয়ে পরব ,তাহলে এটা সম্ববনা । আমাদের বোঝতে হবে সঠিক কাজ নির্বাচন করা অত্যান্ত গুরোত্তপূর্ন । আর সুহীহ নিয়তের বেপারে ইসলাম ধর্ম মহান আল্লাহ তায়ালা বলেন, যে আল্লাহর সন্তূষ্টির জন্য নিজের জীবন দিয়ে দেয় এবং এমন বান্দাদের উপর আল্লাহর বড়ই মেহেরবান। (সূরা বাকারা -০২;২০৭) এ থেকে বোঝাযায়  সহীহ নিয়ত মহান আল্লাহর নিকট অধিক গ্রহনিয়। আরো স্পষ্ট হতে হলে ,মহানবী (সাঃ) কথা গুলো দেখা প্রয়োজন যেমন,                                            মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেন ,আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিক লক্ষ্য করেন না, বরং তোমাদের অন্তর ও কার্যপ্রনালীর দিকে লক্ষ্য রাখেন ।  (মুসলিম;বাবু তাহরিমি জুলমিল মুসলিমি ,৪৬৫১)
  • হয়রত উওমার ইবনুল খাত্তাব ‘ থেকে বর্নিত , তিনি বলেন , আমি রাসূল সাঃ কে বলতে শুনেছি , যাবতীয় কাজের ফলাফল নিয়তের উপরেই নির্ভর করে । আর প্রতিটি লোক (পরকালে ) তাই পাবে যা সে নিয়ত করেছে । সুতরাং যে ব্যক্তি হিজরাত করে দুনিয়ার দিকে , তাকে অর্জন করার জন্য অথবা কোন মহিলার দিকে তাকে বিয়ে করার জন্য তাহলে তার হিজরত সে উদ্দেশ্যই গন্য হবে (বুখারী)
  • শেষকথা- পরিশেষে বলা যায় ভিবিন্ন বিষয় বিবেচনা করে দেখতে গেল আমাদের নিয়তের উপর বিত্তি করে কাজ সম্পাদিত হয় । এ করনে আমাদের উচিত হবে সহিহ নিয়ত করা ।হোক সেটা ধর্মের বেপারে বা হোক সেটা জিবনের যে কোনো কর্ম ক্ষেত্রে । তাহলেই আমরা আমাদের জিবনের কাঙ্খিত সফলতা অর্যন করতে পারব ইনশাঅল্লাহ ।অবশ্যই আপনাদের কি রকমের লিখা চান কমেনট করবেন । আজ আর নয় অন্য এক দিন ভিন্ন কোনো বিষয়ে ভিন্ন মাত্রায় আসব আপনাদের মাঝে আমার লিখনি নিয়ে । সবাই কে আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ ।।