কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়, কি কি উপায় রয়ছে ?

বর্তমান সময়ে অনলাইন থেকে  টাকা ইনকাম  বা ফ্রিল্যান্সিং একটি জনরপিয় পেশা তবে অনেকেই না জেনে এই পেশায় আসতে চেয়ে ভুল করেছেন বা আমাদের দেশের অনেক ট্রেনিং সেন্টারে ফ্রিল্যান্সিং ট্রেনিং করা আর লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখায় এসব দেখে যারা বিভ্রান্ত তাদের জন্যে আজকের এই লিখাটি আশা করি সঠি ধারনা পাবেন কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়।

অনলাইন থেকে টাকা আয়ের অনেক উপায় রয়েছে এর মধ্যে যেগুলু নির্ভরযোগ্য বা জনপ্রিয় আমরা সেগুলু নিয়ে আলোচনা করবো তবে আপনি যদি রাতারাতি অনেক ডলার ইনকাম করার স্বপ্ন দেখে থাকেন তবে এই পোষ্ট টি আপনার জন্যে নয়।

অনলাইন থেকে টাকা ইনকাম করার সব থেকে নির্ভরযোগ্য পথ হলো ফ্রিল্যান্সিং আর আমরা অনেক সময় ফ্রিল্যান্সিং কে অনেক কাজের সাথে গুলিয়ে ফেলি যেমন অনেকে ইউটিউব থেকে টাকা ইনকাম করে এটা কিন্তু ফ্রিল্যান্সিং নয় ।

বা অনেকে পিটিসি সাইটে কাজ করে বা অন্যান্য অনেক কাজ করে থাকে এসব ফ্রিল্যাস্নিং এর আওতায় পরেনা সঠিক ফ্রিল্যাস্নিং হলো আপনি কোন কাজ জানেন যেমন গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইন এই কাজের জন্যে কেও যখন আপনাকে ভারা করবে ভাষাগত দিক সহ হবার জন্যে ভারা শব্দ টি ব্যাবহার করেছি আর আপনি যখন ঐ ব্যাক্তির কাজ করে দেন বিনিময় নেন তাকেই ফ্রিল্যান্সিং বলা হয়।

আরো সহজ করে বলি আমরা কিভাবে কাজ করি আমরা যারা ফ্রিল্যাস্নিং করি তারা প্রথমে কোন একটা কাজ ভালো করে শিখি পাশাপাশি টুকিটাকি ইংরেজি কারন কাজ পাবার জন্যে আপনাকে যেকোন সময় ইংরেজিতে বায়ার এর সাথে কথা বলতে হবে তবে এটার জন্যে আপনি  গুগল ট্রান্সলেট এর সাহায্য নিতে পারেন ।

যে ভুলের কারনে আপনার ফ্রিল্যান্সার হবার স্বপ্ন পুরন হবেনা ?

আমরা যে ভুল করে থাকি অনেকে মনে করে থাকি একটা কম্পিউটার আর ইন্টারনেট হলেই টাকা আসলে এতটা সহজ নয় প্রথমে উপরে বলা হয়েছে আপনাকে কোন একটি কাজ জানতে হবে তাও ভালে ভাবে জানতে হবে আর সেই কাজটি আপনি করে দেওয়া বিনিময় টাকা পাবেন সেটা যেকোন কাজ হতে পারেন যেমন আমরা যদি বলি ফ্রিল্যান্সিং মানে ওয়েব ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন এসব টেকনিক্যাল কাজ তাহলে ভুল হবে ধরেন আপনি খুভ ভালো আর্ট করতে জানেন আপনিও ফ্রিলায়ন্সিং মার্কেটপ্লেসে কাজ করতে পারেন যেমন আপনার সার্ভিস আপনি কারো ফোটো আর্ট করে  দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন।

চটকদার বিজ্ঞাপন দেখে লাফিয়ে পরা থেকে বিরত থাকুন 

প্রতিদিন আপনি ফেসবুক সহ ভিবিন্ন জায়গায় হাজারো বিজ্ঞাপন দেখবেন যে ফ্রিল্যাসিং শিখুন অনলাইন থেকে টাকা ইনকাম করুন তার বিষটাকে যতটা সহজ বুঝাবে আসলে এটা আপনাকে ফাদে ফেলা হচ্ছে কারন ১ মাস ট্রেনিং করিয়ে তারা আপনার থেকে টাকা হিতিয়ে নিবে আপনি এখন সাধারন মানুষ হিসেবে কিছুই বুঝবেন ।

ট্রেনিং করে কারা ভালো ফল পাবেন

ফ্রিল্যান্সিং পেশাটি বেছে নিবার জন্যে আপনাকে কম্পিউটার এর ব্যাসিক থেকে এডভান্স লেভেল এর কাজ জানতে হবে তাহলে আপনি অনলাইন থেকেই কাজ শিখতে পারবেন কিন্তু এখন বিষয় টা যদি এমন হয় আপনি কম্পিউটার চালাতে জানেন না তাহলে আপনি ফ্রিল্যান্সিং ট্রেনিং এর জন্যে ভর্তি হলেন তাহলে আপনার ফলাফল শূন্য কারন  আপনি কিছুই বুঝতে পারবেন না এটা তো থাকছেই আবার আমাদের দেশের ৯০% ট্রেনিং সেন্টারগুলু ভুয়া তারা নিজেরাই কাজ জানেনা আবার আপনাকে শিখাবে কিভাবে যদি তারা কাজ জানতো তারা মার্কেটপ্লেসে কাজ করে ডলার ইনকাম করতো আপনাকে ট্রেনিং করিয়ে টাকার পিছনে ছোটতো না তবে ভালো ট্রেনিং সেন্টার ও আছে যার সংখ্যা খুবই কম।

তাহলে ফ্রিল্যান্সিং শিখবেন কোথা থেকে ?

প্রথমে আপনি কম্পিউটার অপারেটিং ভালো করে শিখুন কাজ শিখার ইচ্ছা শক্তি বারিয়ে তুলুন তারপর ভেবে দেখুন কোন কাজ শিখার উপর আপনার আগ্রহ বেশি সময় নিয়ে সেটা নির্বাচন করুন এবং তারপর আপনি যে কাজ টি শিখতে চান ইউটিউবে খুজুন পেয়ে যাবেন যদি না পান আমাদের পোষ্ট এর নিচে কমেন্ট করুন আমরা আপনাকে সাহায্য করবো।