কিভাবে শুরু করবেন প্রথম ধাপ কি? 

বাংলা নিউজ ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায়?একটি নতুন বাংলা নিউজ ওয়েবসাইট করতে হলে এটার প্রথম ধাপ একটি নাম পছন্দ করতে হবেনি উজপেপার ওয়েবসাইট করার জন্যে প্রথমে একটা নাম ঠিক করতে হবে যে নামে নিউজপেপার ওয়েবসাইট টি করতে চাচ্ছেন এর পরে চেক করে দেখতে হবে এই নাম টি মানে আপনার পছন্দ করা ডোমেইন টি ফাকা আছে কি না।

যদি ফাকা না থাকে তবে অন্য নাম পছন্দ করতে হবে ধরে নিলাম নামটি খালি রয়েছে এখন আপনি যদি নিজেই সাইট টি করতে চান তাহলে এই ডোমেইন টি রেজিষ্ট্রেশন করতে হবে আমাদের দেশে অনেক ডোমেইন হোস্টিং সেল সাইট রয়েছে যেখানে আপনি ১০ জিবি হোস্টিং সহ . Com ডোমেইন পেয়ে যাবেন এক হাজার টাকায়।

এবার সাইট রেডি করার পালা আপনি যদি চান আপনার সাইট টি ভালো মানের ডিজাইন করবেন তবে একটি প্রিমিয়াম থিম পছন্দ করতে হবে তা কিনে নিতে হবে বাংলা নিউজ সাইটে এর জন্যে অনেক ভালো ভালো থিম কিনতে পাবেন এমন অনেক সাইট রয়েছে চাইলে আমাদের সাহায্য নিতে পারেন।

কিভাবে একটি পূর্ণাঙ্গ নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করা যায়? 

প্রথমে আপনি যে নামে নিউজপেপার ওয়েবসাইট তৈরি করতে চান সেই নামের ডোমেইনটি সিলেক্ট করতে হবেতা রপর বিভিন্ন ডোমেইন চেকার ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই ডোমেইনটি চেক করবেন যে এই ডোমেইনটি ফাঁকা রয়েছে কিনা যদি আপনার এই নামটি ফাঁকা থাকে তবে এটি রেজিস্টার করতে হবে স্বাভাবিকভাবে ডোমেইন রেজিস্টার করার জন্য আর ডলার থেকে 10 ডলার চার্জ লাগবে।

যদি ওয়েব সাইটটি ওয়ার্ডপ্রেস সিএমএস এর মাধ্যমে করতে চান তবে অবশ্যই ওয়ার্ডপ্রেস থিম কিনে নিতে হবে অথবা নিউজ পেপারের জন্য অনেক ফ্রি থিম রয়েছে

প্রাথমিকভাবে একটি প্রিমিয়াম নিউজপেপার ওয়েবসাইট করার জন্য বাংলা নিউজ পেপার এর জন্য সবথেকে ভাল থিম থিম বাজার ডট কম এ পাওয়া যায়

সেখান থেকে সর্বনিম্ন 1000 থেকে শুরু করে সর্বোচ্চ 10 হাজার টাকা পর্যন্ত থিম কিনে ব্যবহার করতে পারবেন এবং সিঙ্গেল লাইসেন্স আনলিমিটেড লাইসেন্স এর সুবিধা রয়েছে সিঙ্গেল লাইসেন্স থিমটি শুধু একটি ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন আনলিমিটেড লাইসেন্স থিমটি আনলিমিটেড ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন।

নিউজপেপার ওয়েবসাইট থেকে কেমন পরিমাণ ইনকাম হতে পারে? 

সাধারণভাবেই উটিউব ভিডিও থেকে ওয়েবসাইটের ইনকাম কয়েকগুণ বেশি হয়ে থাকে যেমন

আমার পরিক্ষিত একটি ওয়েব সাইটে 23 হাজার ভিজিটর এর বিনিময়ে গুগল এডসেন্স থেকে 111 ডলার ইনকাম হয়েছে যা ইউটিউব থেকে ইনকাম করতে মিনিমাম ৪ লক্ষ ভিউ দরকার হবে যেখানে মাত্র ২৩০০ ভিউ থেকে  একটা ওয়েবসাইট থেকে ভালো ইনকাম করা যায় আর সব থেকে বড় সুবিধা হলো আমাদের দেশের বাংলা ভিডিও থেকে সিপিসি সব সময় ১ সেন্ট থাকে যা খুবই কম কিন্তু ওয়েবসাইট এর খেত্রে সেটা ভিন্ন বাংলা কন্টেন্ট দিয়েও সিপিসি ১ সেন্ট থেকে শুরু করেন ৫০ সেন্ট পেতে পারেন।