বাজেট গেমিং পিসি বলতেই অনেকে মনে করেন যে গেমিং পিসি মানেই অনেক টাকার ব্যাপার কিন্তু বিষয় টা মুটেও তেমন নয়
বর্তমানে AMD Ryzen এর সুবাধে কম টাকায় ভালো পিসি বিল্ড করা সম্ভব এবং এটাতে আপনি মোটামোটি বর্তমানের আলোচিত গেইমগুলু খেলতে পারবেন ।
প্রসেসর থাকবে AMD Ryzen 3 3200g যার মুল্য ৯০০০ টাকা এর একটু বেশি বা কম হতে পারে
বাজেট পিসি তে আমরা প্রসেসর হিসেবে ব্যাবহার করবো AMD Ryzen 3 200g এও প্রসেসর টি ব্যাবহারে কিছুটা সুবিধাও রয়েছে যেমন আমাদের এক্সটা গ্রাফিক্স কার্ড দরকার পরবেনা কারন এই প্রসেসরে রয়েছে বিল্টিন গ্রাফিক্স vega 8 যা আপনি খুব ভালো সাপোর্ট পাবেন গ্রাফিক্স কার্ড ছাড়াই আর এটাতে রয়েছে ৪ টি কোর এবং ৪ থ্রেডস, এবং এর সাথে পাবেন ৩বছরের গ্যারান্টি তার মানে যেভাবে খুশি ব্যাবহার করতে পারবেন ।
মাদারবর্ড থাকবে MSI B450-A-Pro max এটাতে DDR4 এর 3200 MHz পর্যন্ত সাপোর্ট যার মুল্য ৭৪০০ টাকা
এই মাদারবোর্ড এর ২ টি ভার্সন আছে একটাতে ২ টি র্যাম স্লট আরেক টি তে রয়েছে ৪ টি র্যাম স্লট যেখানে সর্বোচ্চ ৩২০০ MHz এর ৬৪ জিবি পর্যন্ত সাপোর্ট করে এবং মাদারবোর্ড টি দেখতেও খুব হেবি আর Amd Ryzen এর সাথে msi এর মাদারবোর্ড এর পার্ফমেন্স যা এক কথা অসাধারণ তবে এই মাদারবোর্ড এ vga কোন পোর্ট নেই তাই এটাতে HDMI পোর্টে মনিটর ব্যাবহার করতে হবে বা একটি DBI পোর্ট রয়েছে সেখনেও ব্যাবহার করা যাবে।
অনেকেই মনে করে থাকে vga পোর্ট ছাড়া মাদারবোর্ড কেনো নিবো তবে তাদের জন্যে একটা বিষয় তুলে ধরা হলো VGC থেকে খুব ভালো সার্ভিস বা সাপোর্ট দিয়ে থাকে তাই নতুন মডেলের অনেক মাদারবোর্ড থেকে ধিরে ধিরে vga পোর্ট সরিয়ে নেওয়া হচ্ছে তাই হতো কয়েক বছর পর আর vga পোর্ট তেমন পাওয়া যাবেনা।
র্যাম হিসেবে ব্যাবহার করবো G Skll এর ৩২০০ MHz এর ৮ জিবি র্যাম যার বর্তমান মুল্য ৪৩০০ বা ৪০০০ টাকা পরবে আর এটার লাইফটাইম গ্যারান্টি থাকবে।
অনেকেই মনে করতে পারে ২৪০০ MHz না নিয়ে কেনো ৩২০০MHz নেওয়া হচ্ছে এর কারন ভবিষ্যতে পিসি আপগ্রেড এর খেত্রে আর কোন যামেলা থাকবেনা আর ২৪০০ MHz থেকে ৩২০০ MHz ভালো সার্ভিস দিবে এটাই সাভাবি।
পাওয়ায় সাপ্লাই হিসেবে যেকোন ভালো মানের একটি নেওয়া যেতে পারে যার মুল্য ১৮০০ টাকার এর মত তবে যদি সাথে গ্রাফিক্স কার্ড ব্যাবহার করতে চান তবে আরো ভালো মানের পাওয়ার সাপ্লাই নিতে পারেন।
কেস হিসেবে থাকবে ভেলোটপ এর একটি মিড বাজেটের কেস যার মুল্য ২২০০ টাকা
এই কেস টি কম বাজেটের মধ্যে মোটামুটি অনেক ভালো সাভাবিক ভাবে অন্য কেস এ যা যা থাকে সবই পাবেন এই কেস টি তে সামনের দিকে ২ টি USB সাথে সাউন্ড এর জন্যে 3.5mm অডিও সাথে মাইক্রোফোন পোর্ট।
তো এখানে ২৫০০০ এর মাঝে একটি মোটামুটি মানের পিসি রেডি যার মাধ্যমে হালকা গেমিং এবং ভিডিও এডিটিং করা যাবে।
0 Comments