মাস্টারকার্ড নিয়ে অনেকের অনেক আশা থাকে যে যদি আমার একটি মাস্টারকার্ড থাকতো কিন্তু যেহেতু এটি একটি বিদেশি কার্ড তাই পাওয়া এতটা সহজলভ্য নয়, কিন্তু আমরা যারা অনলাইনে কাজ করে অনেকের এই কার্ড টি আছে তারা হয়তো মার্কেটপ্লেসে কাজ করে তাই কার্ড টি পেয়েছে কিন্তু যারা কোন মার্কেটপ্লেসে কাজ করেনা কিন্তু ভিবিন্নি পেমেন্ট করার জন্যে এই কার্ড টি দরকার আজকের এই পোষ্ট টি তাদের জন্যে কিভাবে ফ্রিতে একটা ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড পাওয়া যায় এমন ৪ টি উপায় দেখানো হবে এবং কিভাবে হাতে পাবেন বিস্তারিত উল্লেখ করা হবে ।

পাইওনিয়র মাস্টারকার্ড পাবার সাধারন নিয়ম হলো প্রথমে একটি পাইওনিয়র একাউন্ট করতে হবে এই একাউন্টে ১০০ ডলার পেমেন্ট নিতে হবে কোন ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস থেকে অন্য কারো পাইওনিয়র থেকে সেন্ড করলে হবেনা এভাবে মার্কেটপ্লেস থেকে ১০০ ডলার নেবার পর কার্ড অর্ডার এর অপশন পবেন তবে কিছু ফ্রি টিপস আছে ১০০ ডলার পেমেন্ট না নিয়েও আপনি ফ্রি তে কার্ড নিতে পারবেন এমন ৪ টি মেথড নিচে দেওয়া হলো।

 ১। কিভাবে ফ্রি মাসস্টারকার্ড নিবেন প্রথম মেথড

প্রথম মেথড টি ফলো করলে আপনি ফ্রি একটি পইপনিয়র মাস্টারকার্ড পাবেন সাথে কার্ড টি একটিভ করা থাকবে ত এটা পাবার জন্যে প্রথম আপনাকে যেতে হবে জনপ্রিয় থিম সেলিং সাইট থিমফরেস্টে সেখানে গিয়ে আপনি আপনি একটি সেলার একাউন্ট তৈরি করবেন এবং সঠিভাবে আপনার সকল তথ্য দিয়ে একাউন্ট টি করা হলে সেখান থেকে সেটিং খুজে বের করুন তারপর পেমেন্ট মেথড টি পাবেন হাতের ডান পাশে সেখান থেকে পেমেন্ট মেথদ হিসেবে দেখতে পাবেন কয়েকটি গেটওয়ে দেওয়া আছে সেখান থেকে পাইওনিয়র সিলেক্ট করলে আবার ২ টা অপশন আসবে পাইওনিয়র একাউন্ট এবং ২ নামার মেথড টি হলো প্রিপেইড মাস্টারকার্ড অবশ্যই ২ নাম্বার অপশন টি সিলেক্ট করবেন এবং সেখান থেকে পাইওনিয়র এর অফিসিয়াল সাইটে নিয়ে যাবে আপনার তথ্য চাইবে সঠিক ভাবে আইডি কার্ডের সাথে মিল রেখে সকল তথ্য দিতে হবে সব কিছু দেওয়া হয়ে গেলে ২৪ ঘন্টা থেকে ৭২ ঘণ্টা অপেক্ষা করতে হবে আপনার ইমেইলে একটি কনফার্ম ইমেইল আসবে সেখানে জানিয়ে দেওয়া হবে যদি সকল তথ্য সথিক হয়ে তাহলে আপ্রুভ হয়ে যাবে এবং কার্ড অর্ডার হয়ে যাবে।

২ কিভাবে ফ্রি মাস্টারকার্ড পাবেন দ্বিতীয় মেথড

এটা হলো একটি এড নেটয়ার্ক সাইট সাইটির নাম হল পপডস ডট নেট এই সাইটেও একটা একাউন্ট করতে হবে কিন্তু এই সাইট টি একটু ভিন্ন এখানে একাউন্ট করারপর পেমেন্ট মেথড সিলেক্ট করারপর পাইওনিয়র এর সাইটে নিয়ে যাবেনা কারন এই সাইটে একাউন্ট করার সময় যে তথ্য দেওয়া হয়েছে টা অটো নিয়ে নিবে পাইওনিয়র তাই এই সাইটে একাউন্ট করার সময় শুরুতেই সঠিক ভাবে তথ্য দিন এবং এটাও সেই আগের মতই ৩ দিন অপেক্ষ্যা করতে হবে।

৩।  কিভাবে ফ্রি মাস্টারকার্ড পাবেন চতুর্থ মেথড

উপরের মেথড গুলুর মধ্যে যদি আপনি কার্ড নিতে না পারেন তবে এ মেথড টি ব্যাবহার করবেন সেটা হলো আরো একটি জনপ্রিয় এড নেটওয়ার্ক আছে যার নাম চিতিকা এই সাইট টি আগে থেকেই জনপ্রিয় এই সাইটে সাধারন ভাবে একাউন্ট করতে হবে তারপর পেমেন্ট মেথডে গিয়ে একটু যামেলা আছে যেমন এখানে পেমেন্ট মেথড টি খুজে বের করার জন্যে মাই একাউন্ট এ ক্লিক করুন ডান পাসে উপরে থাকবে এটি তারপর পেয়াউট এ ক্লিক করলে একটা পপয়াপ উইনডো ওপেন হবে সেখানে ৩ টা মেথড থাকবে সেখান থেকে পাইওনিয়র মাস্টারকার্ড সিলেক্ট করতে হবে এবং পাইওনিয়র সাইটে নিয়ে যাবে সেখানে সঠিকভাবে তথ্য দিতে হবে সকল তথ্য ঠিক থাকলে ৩ দিন লাগবে এবং আপ্রুভ হলে কার্ড অর্ডার হয়ে যাবে।

কিভাবে কার্ড টি হাতে পাবেন?

যদি আপনি উপরের যেকোন একটি মেথড ফলো করে কার্ড ট অর্ডার করে থাকেন এবং আপ্রুভাল মেইল রিসিব করে থাকেন তবে ১৪ থেকে ২৮ দিনের মধ্যে আপনার কার্ড টি পেয়ে যাবে অবশ্যই যে পোষ্ট অফিসের ঠিকানা দিবেন সেখানে ১০ দিন পরে থেকেই খুজ নেওয়া শুরু করবেন কারন অনেক সময় কার্ড আসলেও পোষ্ট অফিসের অবহেলায় কার্ড পাওয়া যায় না।